বরিশাল শের-ই বাংলা মেডিকেলের আগুন নিয়ন্ত্রণে
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪, ১২:৫৮ | অনলাইন সংস্করণ
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে, রোববার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালটির মেডিসিন ভবনের নিচতলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় আগুনের ধোঁয়ায় পুরো হাসপাতাল ভরে যায়। এতে রোগী ও স্বজনদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
প্রত্যক্ষদর্শীরা জানান, তারা বৈদ্যুতিক তারে আগুন জ্বলতে দেখেছেন। এরপর বাতাসের কারণে আগুন হাসপাতালের মধ্যে ছড়িয়ে পরে। গোডাউনের মধ্যে দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় পুরো মেডিসিন ভবন। তখন ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসসহ অন্যান্যরা দ্রুত রোগীদের উদ্ধারের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে আনে।
রোগীর স্বজন মোশারফ বলেন, ধোঁয়ায় পুরো হাসপাতাল ভরে গেছে। তখন বাধ্য হয়ে রোগীকে বাইরে নিয়ে এসেছি। দৌড়াদৌড়ির কারণে রোগীর অবস্থা আরও জটিল হয়েছে।
এ বিষয়ে বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক বেলাল উদ্দিন বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। এখনও গোডাউনের মধ্যে থাকা ধোঁয়া নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর নেই।
তিনি আরও বলেন, মেডিসিন ইউনিটের ওই গোডাউনে রাখা তুলায় আগুন লেগে যাওয়ায় অসহ্য ধোঁয়ার সৃষ্টি হয়েছে। কক্ষে থাকা রোগীদের নিরাপদে সরিয়ে আনা হয়েছে।