ঢাকা ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

আন্দোলনে আহত ১৩২ জন পেলেন এক কোটি ৩২ লাখ টাকা

আন্দোলনে আহত ১৩২ জন পেলেন এক কোটি ৩২ লাখ টাকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সহিংসতায় আহতদের মধ্যে ১৩২ জনকে প্রত্যেককে এক লাখ টাকা করে মোট এক কোটি ৩২ লাখ টাকার চেক প্রদান করেছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন।

রবিবার (১৩ অক্টোবর) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এই ১৩২ জনের মাঝে এই চেক বিতরণ করা হয়।

চেক বিতরণকালে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ উপস্থিত ছিলেন।

‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ থেকে এই টাকা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের।

তিনি বলেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়েছে। আজ ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন আহতদের হাতে চেক তুলে দিয়েছেন দুই উপদেষ্টা। শিগগিরই সারা দেশে আহত এবং নিহতদের পরিবারকে প্রাথমিকভাবে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

আবা/এসআর/২৪

আন্দোলন,আহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত