বাজার সিন্ডিকেট ভেঙে দেয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪, ১৪:২৪ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার সিন্ডিকেট ভেঙে দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (১৫ অক্টোবর) খাদ্য ভবনের মূলগেটের সামনে 'কৃষি পণ্য ওএমএস কর্মসূচি ২০২৪-এর উদ্বোধন' অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি একথা বলেন।

এসময় অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা করছে সরকার। এ কর্মসূচির আওতায় নিম্ন আয়ের লোকের জন্য সরকার ভর্তুকিতে কৃষিপণ্য ও সবজি বিক্রয় করবে। কৃষকদের কাছ থেকে সরাসরি আলু, পেঁয়াজ, কাঁচা মরিচ কিনে তা ওএমএসর মাধ্যমে বিক্রি করা হবে।

জানা গেছে, রাজধানী ঢাকার ২০টি পয়েন্টে পাইলটিং হিসেবে এ কর্মসূচি চালু করা হয়েছে। দুটি প্যাকেজে পণ্য বিক্রি করা হচ্ছে; যার একটিতে পাঁচ কেজি আলু, এক ডজন ডিম ও এক কেজি পেঁয়াজসহ রাখা হচ্ছে ৩৫০ টাকা। অপর প্যাকেজে রকমারি সবজির জন্য ২৫০ টাকা রাখা হচ্ছে।

 

আবা/এসআর/২৪