অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে চায় এস্তোনিয়া

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪, ০০:২৬ | অনলাইন সংস্করণ

অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে গভীর আগ্রহ প্রকাশ করেছে এস্তোনিয়া। আইসিটি খাত, বিশেষ করে ই-গভর্নেন্স ও সাইবার নিরাপত্তায় বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় দেশটি। 

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৃহস্পতিবার এক সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে এস্তোনিয়ার নব-নিযুক্ত অনাবাসিক রাষ্ট্রদূত মার্জে লুপ। সাক্ষাৎকালে এমন আগ্রহ ব্যক্ত করেন তিনি। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে উভয়পক্ষ তথ্যপ্রযুক্তি খাতে শিক্ষার্থী বিনিময় কর্মসূচি আয়োজনের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।

পররাষ্ট্র উপদেষ্টা লুপকে বাংলাদেশে এস্তোনিয়ার রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের জন্য অভিনন্দন জানান এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কর্তৃক গৃহীত দৃষ্টিভঙ্গি এবং চলমান সংস্কার উদ্যোগ সম্পর্কে অবহিত করেন।

উপদেষ্টা ও রাষ্ট্রদূত উভয়েই বাংলাদেশ-এস্তোনিয়া সম্পর্কের বিষয়ে মতবিনিময় করেন এবং বিদ্যমান দ্বিপক্ষীয় সহযোগিতাকে আরও গভীর করার ইচ্ছা প্রকাশ করেন।