রাষ্ট্রপতির বক্তব্য স্ববিরোধী : আসিফ নজরুল

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪, ১৫:৪৫ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, তিন বাহিনীর প্রধানকে পেছনে রেখে গত ৫ আগস্ট রাষ্ট্রপতি জাতির উদ্দেশে যে ভাষণ দিয়েছিলেন সেখানে তিনি শেখ হাসিনা পদত্যাগ করেছেন বলে জানিয়েছিলেন এবং সেটি তিনি গ্রহণ করেছেন বলে জানিয়েছিলেন। তার এখনকার বক্তব্য স্ববিরোধী। 

সোমবার (২১ অক্টোবর) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে উপদেষ্টার অফিস কক্ষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, শেখ হাসিনার পদত্যাগপত্র পাননি বলে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন যে তথ্য দিয়েছেন সেটা মিথ্যাচার। রাষ্ট্রপতির এই কথা শপথ লঙ্ঘনের শামিল। শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন। 

উপদেষ্টা বলেন, তার এই পদে থাকার যোগ্যতা আছে কি না এ নিয়ে প্রশ্ন রয়েছে। উনি যদি তার বক্তব্যে অটল থাকেন তাহলে বিষয়টি উপদেষ্টা পরিষদে যাবে এবং পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে রাষ্ট্রপতি জানান, ৫ আগস্ট সকালে তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গভবনে আসবেন জানিয়েছিলেন, কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করেন। রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরীকেও খোঁজ নিতে বলা হয়েছিল, কিন্তু তার কাছেও কোনো তথ্য ছিল না।

 

আবা/এসআর/২৪