ঢাকা ২৩ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ: পুলিশের ২৫০ এসআইকে অব্যাহতি

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ: পুলিশের ২৫০ এসআইকে অব্যাহতি

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে মৌলিক প্রশিক্ষণরত ২৫০ জন ক্যাডেট এসআইকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার এই পুলিশ কর্মকর্তাদের পর্যায়ক্রমে ‘ডিসচার্জ’ করা হচ্ছে বলে জানিয়েছেন একাডেমির অধ্যক্ষ ও পুলিশের অতিরিক্ত আইজিপি মো. মাসুদুর রহমান ভুঞা।

তিনি বলেন, শৃঙ্খলাভঙ্গের দায়ে ২৫০ ক্যাডেট এসআইকে অব্যাহতি দেওয়া হয়েছে।

জানা গেছে, ২০২৩ সালের ১১ নভেম্বর ক্যাডেট এসআই সদস্যদের ট্রেনিং শুরু হয়েছিল। ৪ নভেম্বর এটি শেষ হওয়ার কথা ছিল।

এবার আউটসাইড ক্যাডেট ব্যাচে মোট ৭০৪ জন ছিলেন। সাধারণত অক্টোবর–নভেম্বর মাসে আউটসাইড ক্যাডেট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এই পাসিং আউটের পর মৌলিক প্রশিক্ষণপ্রাপ্ত এসআইদের পুলিশের বিভিন্ন ইউনিটে মাঠপর্যায়ে কাজে পাঠানো হয়। সেখানে একবছর পূর্ণ হলে তাঁদের চাকরি স্থায়ী করা হয়।

আবা/এসআর/২৪

শৃঙ্খলাভঙ্গ,এসআই,অব্যাহতি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত