ঢাকা ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

নরসিংদীতে ট্রাকের ধাক্কায় নিহত ৬

নরসিংদীতে ট্রাকের ধাক্কায় নিহত ৬

নরসিংদীর শিবপুরে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা চালকসহ ৬ যাত্রী নিহত হয়েছেন।

শনিবার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে মনোহরদী-শিবপুর আঞ্চলিক সড়কের শিবপুর পচাঁরবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসাইন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে একটি মালবাহী ট্রাক উপজেলার পঁচাবাড়ি এলাকার সড়কে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই সিএনজিতে থাকা ৬ জন যাত্রী মারা যায়। স্থানীয়রা খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

শিবপুর মডেল থানার ওসি আফজাল হোসাইন বলেন, নিহতদের লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠনো হয়েছে। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।

আবা/এসআর/২৪

নরসিংদী,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত