অন্তর্বর্তী সরকারকে সহায়তা দিতে প্রস্তুত ইইউ
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ১৬:৪৯ | অনলাইন সংস্করণ
বিভিন্ন খাত সংস্কারসহ দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে একসঙ্গে কাজ করতে অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহায়তা দিতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রস্তুত বলে জানিয়েছেন সংস্থাটির এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক পাওলা পামপালোনি।
বুধবার (৬নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এসব জানান তিনি।
ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত এবং প্রতিনিধিদলের প্রধান মাইকেল মিলার এসময় উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টাকে পাওলা পামপালোনি বলেন, ‘বার্তাটি খুবই স্পষ্ট। ইউরোপীয় ইউনিয়ন আপনার পাশে রয়েছে। আমরা আপনার সংস্কারকে সমর্থন করতে চাই।’
তিনি বলেন, ‘সংস্কারের জন্য অর্থের কোনো ঘাটতি হবে না। ইইউ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় কারিগরি সহায়তাও দেবে।’
এসময় প্রধান উপদেষ্টা ইউরোপীয় ইউনিয়ন কর্মকর্তাদের বাংলাদেশের শ্রম অধিকার সংস্কারের প্রতি অঙ্গীকারের কথা পুনরায় নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আমরা নিশ্চিত করতে চাই যে আমরা আন্তর্জাতিক মান বজায় রাখবো... কোনো লুকোচুরি হবে না। আমরা আর এই খেলা খেলতে চাই না।’
প্রধান উপদেষ্টা ইউরোপীয় ইউনিয়নের প্রতি নেপাল ও ভারতের সঙ্গে আঞ্চলিক বিদ্যুৎ সংযোগ বাড়াতে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ‘নেপালে বিশাল জলবিদ্যুৎ রয়েছে, যা অপচয় হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের কিছু সহায়তায় নেপাল, বাংলাদেশ এবং ভারত এতে উপকৃত হতে পারে।’
আবা/এসআর/২৪