ঢাকা ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা

ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (৬ নভেম্বর) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেইজে এই তথ্য জানানো হয়।

ট্রাম্পকে দেয়া অভিনন্দন বার্তায় বলা হয়, ‘মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪-এ আপনার বিজয়ের জন্য আমি বাংলাদেশ সরকার এবং জনগণের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাতে পেরে আনন্দিত। দ্বিতীয় মেয়াদের জন্য আপনাকে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করার মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের সঙ্গে আপনার নেতৃত্বের প্রতিফলন হয়েছে। আমি নিশ্চিত যে আপনার তত্ত্বাবধানে মার্কিন যুক্তরাষ্ট্র উন্নতি করবে এবং বিশ্বজুড়ে অন্যদের অনুপ্রাণিত করবে।’

এতে আরও বলা হয়, ‘বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক স্বার্থে বিভিন্ন ক্ষেত্রে বন্ধুত্ব ও সহযোগিতার দীর্ঘ ইতিহাস রয়েছে। আপনার পূর্ববর্তী মেয়াদে এই সম্পর্ক আরও গভীর হয় এবং তা বাড়তে থাকে। এই অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে এবং টেকসই উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করতে বাংলাদেশ সরকার উন্মুখ রয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বন্ধুত্বপূর্ণ দুটি দেশ হিসেবে নতুনভাবে অংশীদারিত্বমূলক কাজের ক্ষেত্রে অফুরন্ত সম্ভাবনা রয়েছে।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজের প্রতি আমাদের অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্য রেখে, বাংলাদেশের সরকার এবং শান্তিপ্রিয় জনগণ শান্তি, সম্প্রীতি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির সাধনায় বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আপনার প্রচেষ্টায় অংশীদারিত্ব ও সহযোগিতার জন্য উন্মুখ।’

মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাম্পের নেতৃত্বের গুরুত্বপূর্ণ যাত্রা শুরু করার সঙ্গে সঙ্গে তার সাফল্যের জন্য শুভেচ্ছা গ্রহণের আহ্বান জানান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

ট্রাম্প,যুক্তরাষ্ট্র
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত