দেশের বিচার বিভাগ সংস্কারে সহযোগিতা করবে যুক্তরাজ্য

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪, ১৫:০৯ | অনলাইন সংস্করণ

বাংলাদেশের বিচার বিভাগ সংস্কারে যুক্তরাজ্য সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ আশ্বাস দেন।

সারাহ কুক বলেন, বাংলাদেশের বিচার বিভাগ সংস্কারে নিবিড়ভাবে কাজ করতে চায় যুক্তরাজ্য। এ নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

এর আগে, প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির দপ্তরে ঘণ্টাব্যাপী এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বিচার বিভাগের বিভিন্ন দিক নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়।

 

আবা/এসআর/২৪