ঢাকা ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

চিকিৎসা শেষে আবারও ডিবি হেফাজতে শাজাহান খান

চিকিৎসা শেষে আবারও ডিবি হেফাজতে শাজাহান খান

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা শেষে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানকে আবারও ডিবি কার্যালয়ে নিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে হাসপাতাল থেকে তাকে ছাড় দেওয়া হয়।

ডিবি পুলিশের পরিদর্শক মো. আলমগীর হোসেন এ তথ্য জানিয়েছেন।

আলমগীর হোসেন জানান, সুস্থবোধ করায় ঢাকা মেডিকেল থেকে সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানকে ছাড়পত্র দেওয়া হয়েছে। দুপুরে এখান থেকে তাকে ফের ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।

এর আগে সোমবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ডিবি কার্যালয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ঢামেক হাসপাতালে আনা হয়। সেখানে জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আবা/এসআর/২৪

চিকিৎসা,শাজাহান খান,ডিবি হেফাজত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত