‘সভা-সমাবেশের চেষ্টা করলে আওয়ামী লীগকে কঠোরভাবে মোকাবিলা’
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪, ১৪:২০ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
শহীদ নূর হোসেন দিবসকে কেন্দ্র করে আওয়ামী লীগ কোনো সভা, সমাবেশ ও মিছিলের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোরভাবে তা মোকাবিলা করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার (৯ নভেম্বর) দুপুর ১২টা ৮ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে এমন হুঁশিয়ারি দেন তিনি।
এক ফেসবুক পোস্টে শফিকুল আলম লিখেন, ‘আওয়ামী লীগ এখন একটি ফ্যাসিবাদী দল। এই ফ্যাসিবাদী দলটির বাংলাদেশে প্রতিবাদ করার মতো কোনো সুযোগ নেই। গণহত্যাকারী ও স্বৈরশাসক শেখ হাসিনার নির্দেশে কেউ সভা, সমাবেশ ও মিছিলের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তা কঠোরভাবে মোকাবিলা করবে। অন্তর্বর্তী সরকার কোনো সহিংসতা বা বিশৃঙ্খলা সহ্য করবে না।’
শফিকুল আলম বলেন, দেশের ভেতর আওয়ামী লীগের সভা, সমাবেশ এমনকি কোনো ধরনের মিছিল করার কোনো সুযোগ নেই।
উল্লেখ্য, আগামীকাল (১০ নভেম্বর) গুলিস্তানের জিরো পয়েন্টে কর্মসূচি পালনের ডাক দিয়েছে আওয়ামী লীগ। দলটির সভাপতি ও ছাত্র-জনতার আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ সংক্রান্ত একটি ফোনালাপ ছড়িয়ে পড়েছে। ওই ফোনালাপে শেখ হাসিনা একজনকে নূর হোসেন দিবসে দলীয় নেতাকর্মীদের ডোনাল্ড ট্রাম্পের ছবি হাতে মিছিল বের করার পরামর্শ দেন। এছাড়া বিভিন্ন প্ল্যাকার্ড হাতে মিছিলে অংশগ্রহণের জন্য বলতে শোনা যায় তাকে।
আবা/এসআর/২৪