অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে আরও তিনজন শপথ নিয়েছেন। তারা হলেন, ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। এ নিয়ে প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের সদস্য ২৪ জন হলেন।
রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন উপদেষ্টাদের শপথ পড়ান।
এসময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ। তবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক মো. সায়েদুর রহমানের শপথ নেয়ার গুঞ্জন শোনা গেলেও তিনি শপথ নেননি।
তিন উপদেষ্টার পরিচয় সম্পর্কে জানা গেছে, সেখ বশির উদ্দিন হলেন শীর্ষস্থানীয় শিল্প গোষ্ঠী আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, মোস্তফা সরয়ার ফারুকী চলচ্চিত্র পরিচালক ও নাট্যকার এবং অপরজন হলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। নতুন শপথ নেয়া উপদেষ্টারা কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তা এখনও জানা যায়নি।
আবা/এসআর/২৪