বকেয়া বেতন না পাওয়ায় টানা তৃতীয় দিনের মতো গাজীপুরের টিএনজেড অ্যাপারেলস কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।
সোমবার (১১ নভেম্বর) পর্যন্ত ৪৮ ঘণ্টায়ও তারা রাস্তা ছাড়েনি। এর আগে শনিবার সকাল থেকে শ্রমিকরা আন্দোলন শুরু করেন এবং মহাসড়কটি বন্ধ করে দেন।
এটি তাদের তৃতীয় দিনের বিক্ষোভ। তারা দাবি করছেন— গত তিন মাস ধরে তারা বেতন পাচ্ছেন না। শিল্প পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বেতন পরিশোধের আশ্বাস দিয়েছিল, তবে তা এখনো বাস্তবায়িত হয়নি।
সোমবার (১১ নভেম্বর) সকালে মোগরখাল এলাকায় গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার পুলিশ ও প্রশাসনের লোকজন এসে তাদের বেতন পরিশোধ করার জন্য সাত দিনের সময় চেয়েছিল। কিন্তু তারা সেটা মানেননি। কারণ গত প্রায় এক মাস ধরে বিভিন্ন সময় অনেক তারিখ দিয়েও মালিক এবং প্রশাসন তাদের কথা রাখতে পারেনি। তাই তারা কোনো কথাতেই আশ্বস্ত হতে পারছেন না। তাদের বকেয়া বেতন পরিশোধ না করা পর্যন্ত অবরোধ কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।
এদিকে শ্রমিক অবরোধের কারণে তৃতীয় দিনের মতো গাজীপুর থেকে ঢাকা এবং ঢাকা থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত ১২ কিলোমিটার সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে এই মহাসড়ক দিয়ে চলাচলকারী হাজার হাজার গণপরিবহনের যাত্রী, শ্রমিক, কর্মচারী সাধারণ মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন।
আবা/এসআর/২৪