‘সরকার পরিচালনায় যা কিছু করা হচ্ছে তা দেশের স্বার্থেই’

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪, ১৫:৩২ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

অন্তর্বর্তী সরকারের অর্থ, বাণিজ্য ও বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, সরকার পরিচালনায় আমাদের কারো ব্যক্তিগত কোনো এজেন্ডা নেই; আমাদের একমাত্র এজেন্ডা হচ্ছে দেশের স্বার্থ। যা কিছু করা হচ্ছে, তা দেশের স্বার্থেই করা হচ্ছে।

সোমবার (১১ নভেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও-এ বণিক বার্তা আয়োজিত তৃতীয় বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন ‘বৈষম্য, আর্থিক অপরাধ ও বাংলাদেশের অর্থনীতির নিরাময়’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।

ড. সালাহউদ্দিন বলেন, আমাদের অনেক দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা তিনটা পরিকল্পনা নিয়েছি যেটার মধ্যে রয়েছে মধ্য, শর্ট ও লং-টার্ম। এর মধ্যে মধ্যমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবো। দীর্ঘমেয়াদিগুলো নির্বাচিত সরকার এসে বাস্তবায়ন করবে। আমরা মধ্য ও শর্ট টাম এমন কিছু করবো, অন্য সরকার এসে যেন সেটা পারসু করে, সেভাবে কাজ করে যায়। এখন আয় বৈষম্য থেকে সম্পদের বৈষম্য বেশি। অধিকাংশ সেবা আমরা অটোমেটেড করার চেষ্টা করছি। 

উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, আমরা কাজগুলো তিনটি ধাপে ভাগ করেছি—স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি এবং দীর্ঘমেয়াদি কাজ। আমরা হয়তো মধ্যমেয়াদি কাজ শুরু করতে পারব, কিন্তু দীর্ঘমেয়াদি কাজগুলো পরবর্তী রাজনৈতিক সরকারগুলো করবে। তবে আমরা কিছু কিছু দীর্ঘমেয়াদি কাজও করতে চেষ্টা করব। দেশের অর্থনীতির উন্নতির জন্য যেসব গবেষণা হয়েছে, সেগুলো দ্রুততম সময়ে বাস্তবায়নের চেষ্টা চলছে। বিশেষ করে ব্যাংকিং, রেভিনিউ এবং অন্যান্য রেগুলেটরি ফ্রেমওয়ার্কের উন্নয়ন নিয়ে কাজ করা হচ্ছে।

তিনি আরও বলেন, আমরা সিদ্ধান্তগুলো দ্রুত নিচ্ছি, তবে এর মানে এই নয় যে, টেকসই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। আমরা যা করছি, তা জনগণকে বোঝানোর মাধ্যমে করা হচ্ছে।

তিনি আরও বলেন, আমাদের সিস্টেমগুলো কাঙ্ক্ষিত মাত্রায় অটোমেটেড হয়নি। স্বচ্ছতা ও জবাবদিহিতা না এলে কোনোকিছুই সম্ভব নয়। ‘স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ' বলা হলেও বাস্তবে আমরা সেই পর্যায়ে পৌঁছাতে পারিনি। তাই এসব বিষয়ে আরও গুরুত্ব দিয়ে পরবর্তী কার্যক্রম পরিচালনা করতে হবে।

 

আবা/এসআর/২৪