বঙ্গোপসাগরে লঘুচাপ নিয়ে যা জানালো আবহাওয়া অফিস
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪, ১২:৩৩ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপের কারণে আগামী তিন দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (১৩ নভেম্বর) সকালে দেওয়া ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।
সংস্থাটি জানায়, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উত্তর তামিলনাড়ু এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
অধিদপ্তর আরও জানায়, বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত বৃষ্টিপাত ও তাপমাত্রা আগের দিনের অনুরূপ থাকতে পারে।
এছাড়া, শনিবার (১৬ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত বৃষ্টিপাতের অবস্থা আগের দিনের অনুরূপ থাকলেও সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবা/এসআর/২৪