সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে সড়কে অবস্থান করা ছাত্র-জনতার অভ্যুত্থানে আহতরা হাসপাতালে ফিরে গেছেন। আন্দোলনকারীদের সঙ্গে চার উপদেষ্টার কথা বলার পর, আন্দোলনকারীদের দাবি পূরণের আশ্বাস দেওয়া হলে তারা হাসপাতালে ফিরে যান।
বুধবার (১৩ নভেম্বর) দিবাগত রাত তিনটার দিকে আগারগাঁওয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) সামনে আন্দোলনরতদের সঙ্গে দেখা করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও উপদেষ্টা মাহফুজ আলম।
বুধবার দুপুর থেকে রাত আড়াইটা পর্যন্ত চলে আহতদের আন্দোলন। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এসে বোঝানোর চেষ্টা করলেও তারা উপদেষ্টাদের উপস্থিতি ছাড়া রাস্তা না ছাড়ার অবস্থানে অনড় থাকেন।
এরপর চারজন উপদেষ্টা ও প্রতিমন্ত্রী পদমর্যাদার একজন সহকারীর উপস্থিতিতে তাদের দাবি পূরণের আশ্বাসে প্রায় সাড়ে ১৩ ঘণ্টা পর সড়ক থেকে হাসপাতালে ফিরতে রাজি হন আহতরা।
চার উপদেষ্টা ভুল স্বীকার করে নিজেদের ঘাড়ে দায় নিয়ে রূপরেখা বাস্তবায়নের আশ্বাস দেন। বৃহস্পতিবার দুপুরে তারা সচিবালয়ে বৈঠকে বসবেন বলে জানান।
উপদেষ্টাদের আশ্বাস পেয়ে সড়ক ছেড়ে হাসপাতালে ফিরে যান আন্দোলনকারীরা।
আবা/এসআর/২৪