দেশ টিভির এমডি আরিফ হাসান আটক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪, ১০:০৬ | অনলাইন সংস্করণ

বেসরকারি টেলিভিশন দেশ টিভি ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (১৬ নভেম্বর) রাতে তাকে গুলশানের বাসা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি  নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) তালেবুর রহমান।

তিনি জানান, আজ রাতে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানকে গ্রেফতার করে ডিবি। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি হত্যার চেষ্টা মামলা রয়েছে।

ডিবি সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাইয়ের ঘটনায় মামলাটি দায়ের করা হয়। সেই মামলার অন্যতম আসামি আরিফ হাসান। গ্রেফতারের পর তাকে ডিবি পুলিশ মিন্টো রোডের কার্যালয়ে নিয়ে গেছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আগামীকাল তাকে আদালতে তোলা হতে পারে। 

উল্লেখ্য, আরিফ হাসান দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক এবং টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকোর সাধারণ সম্পাদক।

 

আবা/এসআর/২৪