ঢাকা ১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ফের আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, কারখানায় আগুন

ফের আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, কারখানায় আগুন

সাভারের আশুলিয়ায় বিক্ষোভ শুরু করেছেন অ্যামাজন নিটওয়্যার গার্মেন্টসের শ্রমিকেরা। এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা বিভিন্ন দাবিতে কারখানায় আগুন ধরিয়ে দিয়েছে। এতে অন্তত পাঁচজন হতাহত হয়েছেন।

সোমবার (১৮ নভেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে আশুলিয়ার জিরানী এলাকার অ্যামাজন নিটওয়্যার গার্মেন্টসে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সোমবার সকালে কাজে যোগ দিতে এসে শ্রমিকরা দেখেন ফের তাদের কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কারখানার সামনে নোটিশ দেওয়া হয়েছে। ওই নোটিশ দেখে কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ শুরু করেন তারা। এক পর্যায়ে তারা চন্দ্রা-নবীনগর সড়কের জিরানী এলাকায় অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন।

উল্লেখ্য, বকেয়া বেতন ও কারখানা খুলে দেয়ার দাবিতে শ্রমিক অসন্তোষ থেকে অ্যামাজন নিটওয়্যার নামের ঐ কারখানায় আগুন দেয়া হয়েছে। সেনাবাহিনীর সহযোগিতায় আগুন নেভানোর চেষ্টা করছে ফায়ার সার্ভিস।

আবা/এসআর/২৪

আশুলিয়া,অসন্তোষ,আগুন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত