ঢাকা ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সুষ্ঠু নির্বাচন আয়োজনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি

সুষ্ঠু নির্বাচন আয়োজনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি

নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম মো. নাসির উদ্দীন বলেছেন, আমাদের নিয়ত সহি, জাতিকে আমরা একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চাই। সুষ্ঠু নির্বাচনের জন্য যা করা দরকার তাই করব। আমরা সুষ্ঠু ভোট আয়োজন করতে প্রতিশ্রুতিবদ্ধ।

রোববার (২৪ নভেম্বর) শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, আমি চ্যালেঞ্জ মোকাবেলা করে আসা মানুষ। যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করার সক্ষমতা আমাদের আছে। এর আগে তথ্য ও জ্বালানি মন্ত্রণালয়ের সচিব থাকাকালে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে এসেছি এবং সফল হয়েছি।

তরুণদের স্বপ্ন পূরণে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে নাসির উদ্দীন বলেন, তরুণরা দীর্ঘ ১৫ বছর ভোট দিতে পারেনি। তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

এদিন দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম মো. নাসির উদ্দীন ও অন্য চার নির্বাচন কমিশনার (ইসি) শপথ নেন।

দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথবাক্য পাঠ করান। এ সময় সুপ্রিম কোর্ট প্রশাসনের ও ইসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আবা/এসআর/২৪

সুষ্ঠু নির্বাচন,প্রতিশ্রুতিবদ্ধ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত