মামলা না নিলে ওসিকে এক মিনিটে বরখাস্ত : ডিএমপি কমিশনার

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪, ১৪:০১ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, যদি কোনো থানার ওসি কোনো ঘটনায় ভুক্তভোগীর মামলা না নেন, তাহলে তাকে এক মিনিটের মধ্যে সাসপেন্ড (বরখাস্ত) করা হবে। 

সোমবার (২৫ নভেম্বর) ডিএমপি সদর দফতরে অটোরিকশা, অটোভ্যান এবং ইজিবাইক চালকদের সঙ্গে এক বৈঠকে তিনি এই হুঁশিয়ারি দেন।

বৈঠকে চাঁদাবাজির বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, “রিকশা এবং ভ্যানে কোনো ধরনের চাঁদাবাজি চলবে না। গরীবের কষ্টার্জিত অর্থ কেউ নিতে পারবে না। স্থানীয় মাস্তানরা এই টাকা ভাগ করে খায়। যদি পুলিশের কোনো সদস্য চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

চাঁদাবাজি বন্ধে কমিটি করার কথা জানিয়ে তিনি বলেন, রিকশাচালকরা থানার ওসিকে নিয়ে কমিটি করেন। কমিটি চাঁদাবাজি বন্ধে কাজ করবে।

এ সময় এক রিকশাচালক অভিযোগ করে বলেন, তাকে কামরাঙ্গীরচর এলাকায় গত রোববার এবং পূর্বে একাধিকবার মারধর করা হয়েছে।

এ অভিযোগে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী রিকশাচালককে প্রশ্ন করে বলেন, “আপনি মামলা কেন করেননি? মামলা নেওয়ার ক্ষেত্রে কোনো ব্যত্যয় হলে ওই থানার ওসিকে এক মিনিটের মধ্যে সাসপেন্ড করা হবে।”

 

আবা/এসআর/২৪