ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

আশুলিয়ায় পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ 

আশুলিয়ায় পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ 

ঢাকার সাভারের আশুলিয়ায় লেনী ফ্যাশন লিমিটেড ও লেনী অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা চার বছর আগের বকেয়া পাওনা আদায়ের দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। এতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল থেকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের ডিইপিজেডের সামনে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করছেন শ্রমিকরা।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, প্রায় চার বছর আগে করোনার অজুহাতে ২০২০ সালে লেনী ফ্যাশন কারখানা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। পরে কারখানা লে-আউট ঘোষণা করা হয়। কিন্তু শ্রমিকদের পাওনা, যেমন ওই বছরের জানুয়ারি মাসের বেতন এবং সার্ভিস বেনিফিট, পরিশোধ না করে কর্তৃপক্ষ তালবাহানা শুরু করে। একপর্যায়ে আন্দোলনের মুখে বারবার শ্রমিকদের পাওনা পরিশোধের আশ্বাস দেওয়া হয়। কিন্তু বিগত চার বছরেও তা পরিশোধ করা হয়নি। সর্বশেষ চলতি মাসের ৩০ নভেম্বর শ্রমিকদের সকল পাওনা পরিশোধের তারিখ নির্ধারণ করা হলেও বেপজা কর্তৃপক্ষ এখনো কোন চিঠি কিংবা নোটিশ আকারে কোনো পদক্ষেপ নেয়নি। তাই বাধ্য হয়ে আজ (মঙ্গলবার) বকেয়া বেতন ও আনলিভ সার্ভিস বেনিফিট পরিশোধের দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শ্রমিকরা।

আন্দোলকারী শ্রমিক সেলিম মিয়া বলেন, গত ৪ বছর ধইরা বেপজা আমাদের ঘুরাইতাছে। তারা বলে টাকা দিবো। সেপ্টেম্বরের ৯ তারিখে ফোন দিয়া বলছে আন্দোলনে যোগ দিয়েন না, নভেম্বরের ৩০ তারিখে টাকা দেওয়া হবে। গতকাল আবার বলছে টাকা দিবে আরও পরে। আমাদের নির্দিষ্ট কোনো তারিখ কেন দিচ্ছে না। তারিখ না দিলে আমরা সড়ক ছাড়বো না।

হাসেম মোল্লা, রিনা, আখি সহ আরও কয়েকজন শ্রমিক জানান, পাওনা পরিশোধের জন্য বারবার তারিখ পরিবর্তন করা হয়েছে। তবে নভেম্বর মাসের ৩০ তারিখ পাওনা পরিশোধের তারিখ দেওয়া হলেও, এ সংক্রান্ত কোন পদক্ষেপ নেয়া হয়নি। আমরা অবিলম্বে সকল পাওনা পরিশোধ করার দাবি জানাচ্ছি।

আবা/এসআর/২৪

আশুলিয়া,মহাসড়ক,অবরোধ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত