ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

অবৈধ অনুপ্রবেশকারী উচ্ছেদে বিউবো’র সাফল্য

অবৈধ অনুপ্রবেশকারী উচ্ছেদে বিউবো’র সাফল্য

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও সদস্য (প্রশাসন) অঞ্জনা খান মজলিশ এর সুচিন্তিত দিক-নির্দেশনা ও সময়োপযোগী পদক্ষেপে কেরানীগঞ্জ থানাধীন চর গোলগলিয়া মৌজার আওড়াহাটি গ্রামে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) অনুকূলে অধিগ্রহণকৃত ৮৯ দশমিক ০২ একর জমি অবৈধ দখলদারমুক্ত করা হয়েছে।

সম্প্রতি উক্ত ভূমির একাংশে বিনা অনুমতিতে একজন স্থানীয় পরিবেশ বিরোধী দখলদার ব্যক্তি ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছিলেন। অবৈধ দখলদারমুক্ত করতে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণে সদস্য (প্রশাসন) বোর্ডের নিরাপত্তা ও অনুসন্ধান পরিদপ্তরকে সার্বিক সহযোগিতা করেন।

উল্লেখ্য, বিদ্যুৎকেন্দ্র স্থাপনের নিমিত্তে বিউবো’র এই স্থাবর সম্পত্তি গত ১৬ জানুয়ারি ২০১১ সালে অধিগ্রহণ করা হয়; যার বর্তমান আনুমানিক বাজারমূল্য ৪৪৫ কোটি টাকা।

আবা/এসআর/২৪

অনুপ্রবেশকারী,বিউবো,সাফল্য
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত