ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

বাংলাদেশের বিরুদ্ধে ট্রাম্প-বাইডেনকে মার্কিন হিন্দুদের চিঠি 

বাংলাদেশের বিরুদ্ধে ট্রাম্প-বাইডেনকে মার্কিন হিন্দুদের চিঠি 

চিন্ময় কৃষ্ণ দাসের কারাদণ্ড এবং হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের উপর চলমান আক্রমণের বিরুদ্ধে পদক্ষেপ নিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং প্রেসিডেন্ট-ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছে ভারতীয়-আমেরিকান হিন্দুদের একটি সংগঠন।

সংগঠনটি তাদের চিঠিতে আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ ‘উগ্রপন্থী ইসলামিক রাষ্ট্রে’ পরিণত হচ্ছে।

ফাউন্ডেশন ফর ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ডায়াসপোরা স্টাডিজ (এফআইআইডিএস) -এর সভাপতি খাণ্ডেরাও কান্দ বুধবার ট্রাম্পকে লেখা এক চিঠিতে উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র, স্টেট ডিপার্টমেন্ট এবং জাতিসংঘের চোখের সামনেই বাংলাদেশ দ্রুত একটি ‘উগ্রপন্থী ইসলামিক রাষ্ট্রে’ পরিণত হচ্ছে। দেশটিতে গণতন্ত্র পুনরুদ্ধার এবং সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে জাতিসংঘকে এখনই পদক্ষেপ নিতে হবে। আমি শুধু প্রেসিডেন্ট বাইডেনকে নয়, নব-নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার টিমকেও অনুরোধ জানাই যেন তারা বাংলাদেশে শান্তি পুনরুদ্ধার এবং সংখ্যালঘুদের সুরক্ষায় অগ্রাধিকার দেয়।

বাইডেনকে লেখা আলাদা এক চিঠিতে কান্দ বলেন, একটি গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক দেশ হিসেবে বাংলাদেশের অগ্রগতি নির্ভর করছে তার সমস্ত নাগরিকের, বিশেষ করে জনসংখ্যার সবচেয়ে ‘ঝুঁকিপূর্ণ’ অংশের অধিকার রক্ষার ওপর। আমরা আশা করি আপনার নেতৃত্ব এই মূল্যবোধগুলোকে সমর্থন করে যাবে এবং নির্যাতন ও বাস্তুচ্যুতির ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর হৃদয়ে নতুন আশার সূচনা করবে।

বাংলাদেশ,ট্রাম্প-বাইডেন,চিঠি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত