ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সমন্বয়কদের গাড়িবহরে ফের হামলা

সমন্বয়কদের গাড়িবহরে ফের হামলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে আবারও হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। ঢাকা থেকে বান্দরবানের লামা যাওয়ার পথে নারায়ণগঞ্জে পৌঁছলে হামলার শিকার হন তারা।

রোববার (৮ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে ফেসবুক পোস্টে এ তথ্য জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তবে হামলার শিকার হওয়া কেন্দ্রীয় সমন্বয়কদের নাম প্রকাশ করেননি তিনি।

ফেসবুক পোস্টে তিনি বলেন, ঢাকা থেকে বান্দরবানের লামা যাওয়ার পথে নারায়ণগঞ্জে হামলার শিকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহর। সেখানে তাদের ব্যাগ এবং মোবাইল নিয়ে নেওয়া হয়েছে এবং অনেকেই হামলায় আহত। বাংলাদেশ সরকারের নিকট ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

আবা/এসআর/২৪

সমন্বয়ক,হামলা,গাড়িবহর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত