ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

পোশাকশিল্পে বার্ষিক মজুরি বাড়লো ৯ শতাংশ

পোশাকশিল্পে বার্ষিক মজুরি বাড়লো ৯ শতাংশ

পোশাক শ্রমিকদের জন্য শতকরা ৯ শতাংশ বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ বছর আগের নিয়ম অনুযায়ী প্রতি বছর পাঁচ শতাংশ ইনক্রিমেন্টের সঙ্গে ন্যূনতম মজুরির চার শতাংশ যুক্ত করা হয়েছে। যা চলতি ডিসেম্বর থেকেই এটি কার্যকর হবে।

সোমবার (৯ ডিসেম্বর) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।

শ্রম উপদেষ্টা বলেন, নিম্নতম মজুরি বোর্ড থেকে নির্ধারিত বার্ষিক ইনক্রিমেন্ট অর্থাৎ শতকরা ৫ ভাগ বিদ্যমান অবস্থায় অব্যাহত থাকবে। এ সুপারিশ করা বার্ষিক ইনক্রিমেন্ট আরও শতকরা ৪ ভাগ বৃদ্ধি ১ ডিসেম্বর ২০২৪ থেকে কার্যকর হবে, যা জানুয়ারি মাসে দেওয়া বেতনের সঙ্গে দেওয়া হবে। বেতন বৃদ্ধির সঙ্গে বাংলাদেশ শ্রম আইন সম্পর্কিত অন্যান্য সুবিধাদিও প্রাসঙ্গিক হবে।

এসময় শ্রম উপদেষ্টা বলেন, মালিক শ্রমিকদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে বেতন-ভাতা নিয়ে গার্মেন্টসে যে অস্থিরতা ছিল তা আর থাকবে না।

এ সময় মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামান, পোশাক শিল্প সেক্টরে বার্ষিক ইনক্রিমেন্ট বৃদ্ধি সংক্রান্ত সক্ষমতা ও করণীয় বিষয়ক কমিটির সদস্য মোহাম্মদ খোরশেদ আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আবা/এসআর/২৪

পোশাক শিল্প,মজুরি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত