গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে ২ জন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নামপরিচয় জানা যায়নি। তবে সম্পর্কে তারা বাবা-ছেলে বলে ধারণা করছে পুলিশ।
সোমবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলরুটের টঙ্গীর বনমালা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, টঙ্গীর বনমালা এলাকায় কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তারা মারা যান। স্থানীয়রা তাদের রেললাইন দিয়ে হাঁটতে দেখেছেন।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) ছোটন শর্মা বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের নামপরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
আবা/এসআর/২৪