ঢাকা ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

নওগাঁয় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেলো ৩ জনের

নওগাঁয় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেলো ৩ জনের

কাজ শেষে বাড়ি ফেরার পথে নওগাঁর মান্দায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো তিনজনের।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার দেলুয়াবাড়ী-চৌবাড়িয়া হাট আঞ্চলিক সড়কের বাঁকাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার মহাদেবপুর উপজেলার কালুশহর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে জাহিদুল ইসলাম (৩৫), ফাজিলপুর গ্রামের মাজেদ আলীর ছেলে শাকিল হোসেন (২৭) এবং মান্দা উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত খোয়াজ উদ্দিনের ছেলে নুর আলম (৪৫)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো কাজ শেষ করে চৌবাড়িয়া হাট পেরিয়ে মোটরসাইকেলযোগ নিজেদের বাড়িতে ফিরছিলেন রংমিস্ত্রি জাহিদুল, শাকিল এবং নুর আলম। পথে বাঁকাপুর এলাকায় পৌঁছালে দ্রতগামী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শাকিলের মৃত্যু হয়।

সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন বাকি দুজন। পরে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে তাদেরও মৃত্যু হয়।

মান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলুল করিম জাগো নিউজকে বলেন, তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ নিহতদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

আবা/এসআর/২৪

নওগাঁ,সংঘর্ষ,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত