ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

‘ভারতে আটক জেলে-নাবিকদের ফেরাতে আলোচনা চলছে’

‘ভারতে আটক জেলে-নাবিকদের ফেরাতে আলোচনা চলছে’

ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে উড়িষ্যা রাজ্যের প্যারাদ্বীপে আটক ৭৯ জন বাংলাদেশি জেলে-নাবিককে ফিরিয়ে আনতে সরকার আলোচনা শুরু করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন।

বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

আটক জেলে ও নাবিকদের ফেরত আনার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব বলেন, এ নিয়ে বাংলাদেশ ভারতের সঙ্গে যোগাযোগ করেছে। বাংলাদেশি যারা আটক রয়েছেন, তাদের ফেরত আনার বিষয়ে আলোচনা চলছে। আলোচনার মাধ্যমে শিগগিরই ফেরত আনতে পারা যাবে।

ভারতের সংসদে দেশটির পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে জসীম উদ্দিন বলেন, বাংলাদেশের প্রাক্তণ প্রধানমন্ত্রী প্রসঙ্গে ভারতের পররাষ্ট্রসচিবকে আমাদের পক্ষ থেকে বলেছি, তিনি ভারতে বসে যে বক্তব্য দিচ্ছেন সেটি আমাদের অন্তর্বর্তী সরকার পছন্দ করছে না। এটি যাতে তাকে অবহিত করা হয়। এর প্রত্যুত্তর তিনি ভারতে ফিরে গিয়েও দিয়েছেন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গে জসীম বলেন, এটি আন্তঃমন্ত্রণালয়ের বিষয় এবং রাজনৈতিক সিদ্ধান্তেরও বিষয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ে যখন এই অনুরোধ আসবে, তখন আমরা পরবর্তী প্রক্রিয়া ‍শুরু হবে।

উল্লেখ্য, গত সোমবার দুপুরে খুলনার হিরণ পয়েন্ট এলাকায় ভারতের জলসীমার কাছ থেকে এফভি মেঘনা-৫ ও এফভি লায়লা-২ নামের মাছ ধরার দুটি জাহাজ ৭৯ নাবিকসহ ধরে নিয়ে যায় ভারতের কোস্টগার্ড। একদিন পর ভারতীয় কোস্টগার্ডের পক্ষ থেকে একটি ছবি প্রকাশ করা হয়। যেখানে জেলে ও নাবিকদের হাঁটু গেড়ে মাথার পেছনে হাত দিয়ে আসামিদের মতো বসে থাকতে দেখা যায়।

আবা/এসআর/২৪

ভারত,আটক,জেলে-নাবিক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত