ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটা থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের এজিএম সালাম হোসেন।
তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই ঘাট এলাকায় কুয়াশা পড়তে থাকে, রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। রাত আড়াইটার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গিয়ে নৌপথের রাস্তা অস্পষ্ট হয়ে যায়। সে কারণে দুর্ঘটনা এড়াতে সাময়িক ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
তিনি আরও বলেন, কুয়াশা কমে গেলে ছোট বড় ১৫টি ফেরি দিয়ে দ্রুত ঘাট এলাকায় অপেক্ষাকৃত যানবাহন পারাপার করা হবে।
সরেজমিন ঘুরে দেখা যায়, ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় কিছু যানবাহন আটকা পড়েছে। এতে চালক ও যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
আবা/এসআর/২৪