পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহে তাপমাত্রা নামলো ৯ ডিগ্রিতে
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪, ১০:২৬ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
ঘন কুয়াশা আর উত্তর হিমালয় অঞ্চল থেকে বয়ে আসা মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়ের মানুষ। দিন দিন বাড়ছে শীতের প্রকোপ। ঘন কুয়াশার সঙ্গে কনকনে শীতে কাবু পুরো জনপদ।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড।
পঞ্চগড়ের আশপাশের জেলায় কয়েকদিন থেকে হিমালয়ের হিমেল বাতাসে শীতের প্রকোপ বেড়েছে। সকালে রোদের দেখা মিললেও তেমন উত্তাপ নেই। ফলে সারাদিন ঠাণ্ডা আবহাওয়া আর শেষ বিকেলে শীতের তীব্রতা আরও বৃদ্ধি পাচ্ছে।
এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া অধিদফতরের সহকারী ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ বলেন, হিমালয়ের কাছাকাছি হওয়ায় উত্তর-পশ্চিমাঞ্চল থেকে বয়ে আসা হিমেল হাওয়ার কারণে তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। আজ ভোর ৬ টায় তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৯.০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ফলে মৃদু শৈত্যপ্রবাহ বইছে এ জেলায়। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। সামনের দিকে তাপমাত্রা আরও কমতে পারে।
আবা/এসআর/২৪