এসবি প্রধানসহ পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ২২:১১ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান রফিকুল ইসলামসহ বাহিনীর ৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিভিন্ন শাখায় বদলি করা হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।
বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে এসবি প্রধান অতিরিক্ত আইজিপি খোন্দকার রফিকুল ইসলামকে অ্যান্টি টেররিজম ইউনিটে (এটিইউ), ঢাকা পুলিশ স্টাফ কলেজের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. গোলাম রসুলকে এসবিতে, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মো. ইসরাইল হাওলাদারকে শিল্পাঞ্চল পুলিশে এবং ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে।
আবা/এসআর/২৪