ঢাকা ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সারাদেশে ২৫টি ক্যাডারের কর্মকর্তাদের কলম বিরতি

সারাদেশে ২৫টি ক্যাডারের কর্মকর্তাদের কলম বিরতি

জনপ্রশাসন সংস্কার কমিশন প্রস্তাবিত উপসচিব পুলে কোটা পদ্ধতি বহাল, শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিসের বহির্ভূতকরণের প্রতিবাদে এবং কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবিতে কলম বিরতি কর্মসূচি পালন করেছে সিভিল সার্ভিসের ২৫টি ক্যাডারের কর্মকর্তারা।

আজ মঙ্গলবার ‘আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’ এর আহ্বানে সারাদেশে সকল দপ্তরে বেলা ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এই কর্মসূচি পালন করেন তারা। প্রশাসন ক্যাডার বাদে বাকি সব ক্যাডারের কর্মকর্তারা এই কর্মসূচিতে অংশ নেন।

এর আগে জনপ্রশাসন সংস্কার কমিশন উপসচিব পুলে প্রশাসন ক্যাডারের জন্য ৫০ শতাংশ কোটা রেখে অন্যান্য ২৫টি ক্যাডারের জন্য ৫০ শতাংশ পরীক্ষার ভিত্তিতে নিয়োগ এবং শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিস হতে আলাদা করার সুপারিশ করে। 'আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ' এর সাথে কোনো রকম আলোচনা ছাড়া এমন সিদ্ধান্তের প্রতিবাদে পরিষদ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।

কলম বিরতি ছাড়াও আগামী ২৬ ডিসেম্বর সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত সকল অফিসে স্ব-স্ব কর্মস্থলের সামনে মানববন্ধন, ৪ জানুয়ারি ঢাকায় সমাবেশ আয়োজন করবেন তারা। সেখান থেকে আরও বড় কর্মসূচির ঘোষণা আসতে পারে।

ইতোমধ্যে পরিষদের গৃহীত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের জন্য প্রতিটি ক্যাডার অ্যাসোসিয়েশন থেকে সকল সদস্যকে নির্দেশনা প্রদান করেছে।

সারাদেশে ২৫টি ক্যাডারের কর্মকর্তাদের কর্মবিরতি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত