ঢাকা ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

দুপুরে বঙ্গভবনে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি

দুপুরে বঙ্গভবনে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি

বড়দিন উপলক্ষে আজ বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে বঙ্গভবনে খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যদের জন্য এক অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

মঙ্গলবার রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সারওয়ার আলম এ তথ্য জানান।

সারওয়ার আলম বলেন, বুধবার দুপুর ১২টায় বঙ্গভবনের দরবার হলে খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান শুরু হবে। দিবসটি উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে রাষ্ট্রপ্রধানের শুভেচ্ছা বিনিময়ের কথা রয়েছে। রাষ্ট্রপতি ভবনে প্রায় ৫০০ অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

রাষ্ট্রপতির স্ত্রী ড. রেবেকা সুলতানা, অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা আবুল ফয়েজ মুহাম্মদ খালিদ হোসেন, বিশপ বেজয় নাইসেফরাস ডি’ক্রুজ, সংশ্লিষ্ট সচিবগন, বিভিন্ন বিদেশী মিশনের রাষ্ট্রদূত ও প্রতিনিধিবৃন্দ, খ্রিস্টান সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ধর্মীয় নেতারা অনুষ্ঠানে যোগ দিবেন বলে আশা করা হচ্ছে।

রাষ্ট্রপতি বুধবার দুপুর ১২টা ১০ মিনিটে গণমাধ্যমে খ্রিস্টান সম্প্রদায়ের উদ্দেশে ভাষণ দেবেন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতির কেক কাটা ও ফটো সেশনে অংশ নেওয়ার কথা রয়েছে। পরে বঙ্গভবনে ঐতিহ্যবাহী নাস্তা দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হবে।

অভ্যর্থনা,রাষ্ট্রপতি,বঙ্গভবন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত