ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সচিবালয়ে আগুন: ট্রাকচাপায় আহত ফায়ার সার্ভিস কর্মী মৃত্যু

সচিবালয়ে আগুন: ট্রাকচাপায় আহত ফায়ার সার্ভিস কর্মী মৃত্যু

সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ট্রাকচাপায় আহত হওয়া সেই ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার কয়েক ঘণ্টা পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন বলে ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম।

এর আগে, বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাতে আগুনের ঘটনা ঘটে। এরপর সচিবালয় এলাকার ১ নম্বর ফটকের সামনের রাস্তায় ট্রাকটি সোহানুরকে চাপা দেয়। গুরুতর আহত সোহানুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তার অবস্থা আশঙ্কাজনক ছিল। ঘটনাস্থলে থাকা লোকজন ট্রাক এবং ট্রাকের চালককে আটক করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের একজন সদস্য বিকল্পভাবে পানির ব্যবস্থা করছিলেন। এসময় তিনি পাইপ কাঁধে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। হঠাৎ দ্রুতগামী একটি ট্রাক পেছন থেকে তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। মাথায় পরা হেলমেটটি সঙ্গে সঙ্গে খুলে যায়। রাস্তায় ছিটকে পড়ে রক্ত।

ঘটনার পর গণপূর্ত ভবনের সামনে দিয়ে ট্রাকটি পালিয়ে যাওয়ার সময় এর চালকে আটক করেন শিক্ষার্থীরা।

আবা/এসআর/২৪

সচিবালয়,আগুন,মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত