সচিবালয়ে পুলিশ-সেনাবাহিনী-বিজিবি মোতায়েন
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৪১ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
গভীর রাতে ভয়াবহ আগুন লাগার ঘটনায় সচিবালয়ে দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া আগুন লাগার পরপরই সচিবালয়ের প্রবেশমুখে অবস্থান নেন সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি গণমাধ্যমকে জানান, বাংলাদেশ সচিবালয়ের ৭নং ভবনে আগুনের ঘটনায় উদ্ধার সহায়তায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এদিকে আগুন কিছুক্ষণের মধ্যে নিয়ন্ত্রণে আসবে বলে আশা করছে ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে সকাল পৌনে সাতটার দিকে সংস্থাটির মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল এক ব্রিফিংয়ে এ কথা কথা জানান।
ফায়ার সার্ভিসের ডিজি বলেন, তাঁরা আশা করছেন আধঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। সচিবালয়ের ৭ নম্বর ভবনটির ষষ্ঠ, সপ্তম ও অষ্টম তলা ক্ষতিগ্রস্ত হয়েছে। কী কারণে আগুনের সূত্রপাত তা নিশ্চিত হওয়া যায়নি।
আবা/এসআর/২৪