ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সেন্ট মার্টিন থেকে ফেরার পথে জাহাজে আটকা পড়লেন ৭১ পর্যটক

সেন্ট মার্টিন থেকে ফেরার পথে জাহাজে আটকা পড়লেন ৭১ পর্যটক

সেন্ট মার্টিন থেকে কক্সবাজারে ফেরার পথে সাগরে ইঞ্জিন বিকল হয়ে টেকনাফে ৭১ জন পর্যটকসহ আটকা পড়েছে পর্যটকবাহী জাহাজ এমভি গ্রিন লাইন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টেকনাফের বাহারছড়া এলাকায় পৌঁছালে বৈদ্যুতিক শর্টসার্কিটে ইঞ্জিন বিকল হয়ে পড়ে।

গ্রিন লাইনের কক্সবাজারের ব্যবস্থাপক মোহাম্মদ সুলতান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সেন্ট মার্টিন থেকে যাত্রা শুরু করে জাহাজটি টেকনাফের বাহারছড়া এলাকায় পৌঁছালে বৈদ্যুতিক শর্টসার্কিটে হঠাৎ জেনারেটর বন্ধ হয়ে যায়। ফলে বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ। তখনো কক্সবাজার পৌঁছাতে দরকার ৪-৫ ঘণ্টা। এমতাবস্থায় রাতের আঁধারে পর্যটকদের নিরাপত্তা বিবেচনা করে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় জাহাজটি নোঙর করে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ, নৌবাহিনী, বিজিবি ও কোস্টগার্ড সদস্যরা উপস্থিত আছেন। জাহাজটি যেহেতু একেবারে উপকূলে ভিড়েছে, জোয়ারের পানি কমে গেলে তাদের উদ্ধার করা হবে।

আবা/এসআর/২৪

সেন্ট মার্টিন,আটকা,পর্যটক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত