চাঁদপুরে জাহাজে সাত খুনের ঘটনায় সারাদেশে চলমান নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত করা হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম ভূইয়া।
তিনি বলেন, সাত খুনের ঘটনায় আমাদের কর্মসূচি স্থগিত করা হয়েছে। এখন থেকে নদীতে নৌযান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এর কারণ পরে জানানো হবে।
উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার মধ্যরাত থেকে জাহাজে সাত শ্রমিক খুনের ঘটনায় জড়িতদের বিচার ও ক্ষতিপূরণের দাবিতে সারাদেশে ধর্মঘট শুরু করে নৌযান শ্রমিক ফেডারেশন। বন্দরে খালাসের অপেক্ষায় রয়েছে ১০ লাখ টনেরও বেশি পণ্য। এর মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ছাড়াও জ্বালানি পণ্যও রয়েছে।
আবা/এসআর/২৪