আগামী ৪ জানুয়ারির পরিবর্তে ৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে প্রশাসন ছাড়া ২৫ ক্যাডার কর্মকর্তাদের সমাবেশ।
‘আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’ এর সমন্বয়ক মোহাম্মদ মফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগামী ৪ জানুয়ারি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী। আমাদের সমাবেশের সুযোগ নিয়ে তাদের লোকজন আমাদের মধ্যে ঢুকে পড়ে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটাতে পারে সেজন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সমাবেশ শেষে পরবর্তী আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন তিনি।
আগে ঘোষিত কর্মসূচি অনুযায়ী, সমাবেশ ৪ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে বিশেষ কারণে তা একদিন এগিয়ে ৩ জানুয়ারি করা হয়েছে। মফিজুর রহমান জানান, আগামী ৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী, এবং আমরা চাই না, ওই দিন আমাদের সমাবেশের সুযোগ নিয়ে তাদের লোকজন আমাদের মধ্যে ঢুকে কোনো অঘটন ঘটাক। এ কারণে সমাবেশটি একদিন এগিয়ে নেওয়া হয়েছে।
আবা/এসআর/২৪