ঢাকা ০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

নতুন কর্মসূচি দিয়ে শাহবাগ ছাড়লেন চিকিৎসকরা

নতুন কর্মসূচি দিয়ে শাহবাগ ছাড়লেন চিকিৎসকরা

দীর্ঘ ১১ ঘণ্টা যাবত রাজধানীর ব্যস্ততম শাহবাগ মোড় আটকে রেখে আন্দোলনের পর অবশেষে অবরোধ ছাড়লেন ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা। নতুন কর্মসূচি দিয়ে তারা শাহবাগ ছাড়েন বলে জানা গেছে।

রোববার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় গণমাধ্যমকে শাহবাগ ছাড়ার তথ্য নিশ্চিত করেছেন আন্দোলনকারী চিকিৎসকদের সংগঠন ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির সভাপতি ডা. জাবির হোসেন।

তিনি বলেন, আজকের মতো আমরা আন্দোলন কর্মসূচি স্থগিত ঘোষণা করেছি। তবে আমরা আমাদের দাবিগুলো স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে জানাতে আগামীকাল (সোমবার) বেলা ১১টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবনে যাব। এটাই আপাতত আমাদের পরবর্তী কর্মসূচি।

ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির সভাপতি বলেন, আমরা জানি আমাদের স্বাস্থ্য উপদেষ্টা খুবই প্রজ্ঞাবান ব্যক্তি। তিনি নিশ্চয়ই আমাদের কষ্টগুলো বুঝবেন। আমাদের এখন একটা আশা, তিনি যদি আমাদের সমস্যাগুলো বোঝেন, আশা করি ভালো কিছু হবে।

এর আগে বেলা ১১টার শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা। এতে করে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

আবা/এসআর/২৪

অবরোধ,চিকিৎসক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত