আজ বায়ু দূষণে শীর্ষ তিনে ঢাকা
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪, ০৮:৪২ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
সাতসকালেই বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষ তিন নম্বরে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সোমবার (৩০ ডিসেম্বর) সকালে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ২০৯ স্কোর নিয়ে তিন নম্বরে আছে রাজধানী ঢাকার নাম।
সকাল সাড়ে ৭টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী বিশ্বের দূষিত শহরের তালিকায় ২৩৮ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ভিয়েতনামের হ্যানয়। ২২৬ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইরাকের রাজধানী বাগদাদ। এরপরেই আছে বাংলাদেশের রাজধানী।
১৮২ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারায়েভো এবং পঞ্চম অবস্থানে থাকা বাহরাইনের রাজধানী মানামার স্কোর ১৭৬।
একিউআই স্কোর ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকলে তাকে ‘মধ্যম’ বা ‘গ্রহণযোগ্য’ পর্যায় হিসেবে বিবেচনা করা হয়। স্কোর ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয় এবং ১৫১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়।
এছাড়া ২০১ থেকে ৩০০ একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০ একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।
আবা/এসআর/২৪