ঢাকা ০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

বই বিতরণে ষড়যন্ত্রকারীদের তালিকা প্রস্তুত হচ্ছে: শিক্ষা উপদেষ্টা

বই বিতরণে ষড়যন্ত্রকারীদের তালিকা প্রস্তুত হচ্ছে: শিক্ষা উপদেষ্টা

ইংরেজি নববর্ষের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরণ করতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ।

বুধবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে পাঠ্যবইয়ের অনলাইন ভার্সন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

শিক্ষা উপদেষ্টা বলেন, বই বিতরণে ষড়যন্ত্রকারীরা বাধা দিয়েছে। তাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং ভবিষ্যতে সরকারের কাছে তালিকা হস্তান্তর করা হবে।

এবার ৪১ কোটি বই দেশেই ছাপানো হয়েছে উল্লেখ করে তিনি জানান, বিদেশে বই মুদ্রণ বন্ধ করা হয়েছে। নতুন পাঠ্যবইয়ে দলীয় রাজনীতি বাদ দিয়ে উচ্চতর গণিত ও বিজ্ঞান অন্তর্ভুক্ত করা হয়েছে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) জানিয়েছে, আগামী ৫ জানুয়ারির মধ্যে প্রাথমিক এবং দশম শ্রেণির বই, ১০ জানুয়ারিতে মাধ্যমিকের আটটি বই এবং ২০ জানুয়ারির মধ্যে সব বই সরবরাহের পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের ফলে নতুন শিক্ষাক্রম সংশোধনে বই ছাপাতে বিলম্ব হয়েছে। এবার ৪০ কোটির মত নতুন বই ছাপাচ্ছে সরকার। নতুন পাঠ্যবইয়ে অনেক বিষয়বস্তু সংযোজন-বিয়োজন হয়েছে। বেশ কিছু গদ্য, প্রবন্ধ, উপন্যাস ও কবিতা বা বিষয়বস্তু বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি নতুন করে স্থান পেয়েছে জুলাই গণ-অভ্যুত্থানের বিষয়বস্তুসহ নতুন কিছু গল্প-কবিতা। মুক্তিযুদ্ধে স্বাধীনতার ঘোষণাসহ ইতিহাসের বেশ কিছু বিষয়েও সংযোজন-বিয়োজন হয়েছে।

শিক্ষা উপদেষ্টা,বই বিতরণ,ষড়যন্ত্র
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত