ঢাকা সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

ভ্যাট বাড়লেও সাধারণ মানুষের ওপর প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা

ভ্যাট বাড়লেও সাধারণ মানুষের ওপর প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ৪৩ ধরনের পণ্য ও সেবার ওপর ভ্যাট বাড়িয়ে ১৫ শতাংশ করেছে। এ সিদ্ধান্ত নিত্যপণ্যের দামে তেমন প্রভাব ফেলবে না। এমনকি সাধারণ মানুষের ওপর এর প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

অর্থ উপদেষ্টা বলেন, ভ্যাট বৃদ্ধি আইএমএফের শর্ত নয়; বরং রাজস্ব বাড়ানোর লক্ষ্যেই এই পদক্ষেপ।

তিনি বলেন, তিন তারকার ওপরে মানসম্পন্ন হোটেল ও কিছু বিশেষ পণ্যের ওপর কর বাড়ানো হয়েছে। তবে সাধারণ মানের হোটেল ও রেস্তোরাঁয় ভ্যাট বৃদ্ধি করা হয়নি। ফলে সাধারণ মানুষের ওপর এর প্রভাব পড়বে না।

চলতি বছরে দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপদেষ্টা।

তিনি জানান, ব্যাংকগুলোকে পর্যাপ্ত সাপোর্ট দেওয়া হবে এবং পরবর্তী বাজেটে শিক্ষা ও স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ানো হবে।

ভ্যাট,অর্থ উপদেষ্টা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত