ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে

দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে বাসের ধাক্কা, নিহত ২

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫, ০৮:১৯ | অনলাইন সংস্করণ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১৬ জন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে মুন্সিগঞ্জের সিরাজদিখানের নিমতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

শ্রীনগরর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. ক্যামিলায়া সরকার জানান, দুইজন নিহত হয়েছেন। তারা হলেন-আব্দুল্লাহ পরিবহনের বাসচালকের সহকারী মো. জীবন (৪৪) ও বাসের যাত্রী মো. রায়হান (২৭)। এদের মধ্যে মো. জীবনের বাড়ি শ্রীনগর উপজেলার কল্লিগাও গ্রামে এবং মো. রায়হানের বাড়ি সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের দেবিপুরা গ্রামে।

আহত ব্যক্তিরা হলেন- অমিত (২৮), তাজল (২৮), প্রভাত ইসলাম (২২), মো. সাগর (৪৯), আব্দুল রহমানসহ (১৮) ১৬ জন।

হাসাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহমান বলেন, মিনিবাসটি কাভার্ড ভ্যানকে এমনভাবে পেছন থেকে ধাক্কা দিয়েছে যে বাসটির ছাদ উড়ে গেছে। বাসটি দুমড়ে–মুচড়ে গেছে। কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে কাভার্ড ভ্যানের চালক পলাতক রয়েছে।

এর আগে শুক্রবার এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বাসের চাপায় নারী ও শিশুসহ দুই পরিবারের ৬ জন নিহত ও ৪ জন গুরুতর আহত হন।