রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫, ১১:২৭ | অনলাইন সংস্করণ
রাজধানী ঢাকা, সিলেট, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে আজ শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ১০টা ৩২ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল বাংলাদেশের পার্শ্ববর্তী মিয়ানমার বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ শুক্রবার সকাল ১০টা ৩২ মিনিটে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবীর জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ঢাকা থেকে প্রায় ৪৮২ কিলোমিটার দূরে মিয়ানমারের একটি স্থান।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভারতের নাগাল্যান্ড রাজ্যের ফেখ শহর থেকে ১২৮ কিলোমিটার দূরে।
এদিকে সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
সিলেট ও কুমিল্লার বাসিন্দারা জানিয়েছেন, ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী হলেও এতে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।