ঘন কুয়াশায় দুই নৌরুটে ফেরি চলাচল বন্ধ

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫, ০৮:৩৯ | অনলাইন সংস্করণ

ঘন কুয়াশার কারণে আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। 

শুক্রবার (৩ জানুয়ারি) রাত ১১টার দিকে বিআইডব্লিটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম (বাণিজ্য) নাসির হোসেন খুদেবার্তার মাধ্যমে এ তথ্য জানান।

নাসির হোসেন জানান, শুক্রবার সন্ধ্যার পর থেকেই পদ্মা নদীতে কুয়াশা বাড়তে থাকে। কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে রাত ১১টার দিকে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। ফলে নদীতে মতিউর রহমান নামে একটি ফেরি আটকা পড়ে। এজন্য দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

অন্যদিকে যমুনা নদীতে কুয়াশার পরিমাণ বেড়ে যাওয়ায় মাঝ নদীতে খানজাহান আলী ও কিষানি নামে দুটি ফেরি নোঙর করে। পরে রাত সাড়ে ১১টার দিকে নৌপথে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। কুয়াশার ঘনত্ব কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।

এদিকে ফেরি চলাচল বন্ধ হওয়ায় দুই নৌপথের সব প্রান্তে অনেক গাড়ি নদীপারের অপেক্ষায় আটকা পড়ে। ফলে দুর্ভোগে পড়েছেন এসব যানের যাত্রী ও চালকরা।

 

আবা/এসআর২৪