দুই নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫, ০৯:২৯ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ঘন কুয়াশার কারণে দীর্ঘ পৌনে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) সকাল আটটার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের ডিজিএম নাসির হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

নাসির হোসেন বলেন, ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে শুক্রবার রাত ১১টা থেকে এবং আরিচা-কাজিরহাট নৌরুটে রাত সাড়ে ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

কুয়াশা কমে গেলে সকাল ৮টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল শুরু করা হয়। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় নৌরুটের উভয় ঘাট পন্টুন এলাকায় অপেক্ষামাণ যানবাহনের দীর্ঘ সারি হয়েছে। সিরিয়াল অনুযায়ী এসব যানবাহনগুলো পারাপার করা হচ্ছে।

 

আবা/এসআর/২৪