ঢাকা ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

রাজবাড়ীতে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি অনুষ্ঠিত

রাজবাড়ীতে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে র‌্যালি করেছে জেলা ছাত্রদল।

শনিবার বেলা ১২টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাসভবন থেকে র‌্যালিটি শুরু হয়।

র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুল তলায় গিয়ে শেষ হয়। এতে জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন, দোলোয়ার হোসেন, রবিন মণ্ডলসহ উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

র‌্যালি শেষে বকুল তলায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক র‌্যালিতে অংশগ্রহণকারী ছাত্রদল নেতাকর্মীদের ধন্যবাদ জানান।

রাজবাড়ী,ছাত্রদল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত