ঢাকা ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

টেকনাফে কোস্ট গার্ডের সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, নিহত ১

টেকনাফে কোস্ট গার্ডের সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, নিহত ১

টেকনাফে কোস্ট গার্ডের সঙ্গে মাদক কারবারিদের ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ সকালে কক্সবাজার জেলার টেকনাফের উপকূলীয় এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। কোস্ট গার্ডের সদস্যরা অভিযানে গেলে মাদক পাচারের সঙ্গে যুক্ত একদল অপরাধী তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পাল্টা অবস্থানে কোস্ট গার্ডও ব্যবস্থা নেয়, যার ফলে এক মাদক কারবারী ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় আরও কিছু লোক আহত হয়েছেন বলে জানা গেছে।

এটি স্থানীয় নিরাপত্তা বাহিনীর জন্য একটি বড় চ্যালেঞ্জ এবং মাদক পাচারের বিরুদ্ধে তাদের লড়াইয়ের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

মাদক,টেকনাফ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত