ঢাকা ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

রোববার ভারত থেকে ফিরছেন ৯০ জেলে

রোববার ভারত থেকে ফিরছেন ৯০ জেলে

বন্দি বিনিময় চুক্তির আওতায় আগামীকাল রোববার (৫ জানুয়ারি) ভারত থেকে দেশে দেশে ফিরবেন ৯০ জন জেলে। একই দিন বাংলাদেশ থেকে ভারতে ফিরে যাবে ৯৫ জেলে।

ভারতের পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকার অনলাইন ভার্সনে এই খবর দেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (৪ জানুয়ারি) সকালেই ১২ জন বাংলাদেশি মৎস্যজীবীকে হলদিয়া নিয়ে যাওয়া হয়েছে। পারাদীপ থেকে নিয়ে যাওয়া হয়েছে ৭৮ জনকে। বাংলাদেশের কোস্ট গার্ডের হাতে তাদের তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে। অন্যদিকে, বাংলাদেশে বন্দি থাকা ৯৫ জন ভারতীয় মৎস্যজীবীকে এ দেশের উপকূলরক্ষী বাহিনীর হাতে তুলে দেবে ঢাকা। বন্দি ভারতীয় মৎস্যজীবীদের অধিকাংশই দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ এবং নামখানার বাসিন্দা।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রায় আড়াই মাস আগে বাংলাদেশের জলসীমার ভেতর ঢুকে পড়ায় কাকদ্বীপের ছয়টি ট্রলার আটক করে বাংলাদেশের কোস্ট গার্ড। ওই ট্রলারগুলোতে ছিলেন ৯৫ জন মৎস্যজীবী। তাদের গ্রেপ্তার করা হয়। সম্প্রতি বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব লুৎফুন নাহার বিজ্ঞপ্তি দিয়ে জানান, ওই ৯৫ জনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আটক ছয়টি ট্রলারও ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, তাদের সোমবার (৬ জানুয়ারি) গঙ্গাসাগরে নিয়ে যাওয়া হবে। সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও গঙ্গাসাগরে থাকার কথা রয়েছে।

আবা/এসআর/২৪

ভারত,জেলে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত